ধর্ম

মসজিদে নববীর জুমার খুতবা

‘অহংকার ও অপচয় মানুষের অন্তর্দৃষ্টি নষ্ট করে’

নিউজ ডেস্ক

শেয়ারঃ

main

সংগৃহীত

মুসলিম উম্মাহকে আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানিয়েছেন মসজিদে নববীর ইমাম শায়খ সালেহ আল-বুদাইর। শুক্রবার (৪ অক্টোবর) জুমার খুতবায় এই আহ্বান জানিয়েছেন তিনি।


তিনি বলেন, কৃতজ্ঞ বান্দা আল্লাহর দানকে বিনয়ের সঙ্গে গ্রহণ করে আনন্দ পায় এবং সম্পদ তাদের বিপথগামী করে না। অপরদিকে অহংকারী মানুষ সম্পদের লোভে মেতে ওঠে, অপচয় করে, অন্যদের সামনে বড়াই করে এবং দরিদ্র ও অসহায়দের প্রতি উদাসীন থাকে।

মসজিদে নববীর ইমাম শায়খ আল-বুদাইর মুসল্লিদের সতর্ক করে বলেন, এ ধরনের অহংকার ও অবিচার মানুষের অন্তর্দৃষ্টি নষ্ট করে দেয় এবং প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশে বাধা হয়ে দাঁড়ায়।

তিনি মুসলিমদের সতর্ক করে বলেন—অপচয় ও অহংকার থেকে দূরে থাকতে হবে, আর আল্লাহর দান-অনুগ্রহের সঠিক প্রতিদান হলো বিনয়, দানশীলতা ও দায়িত্বশীলতা।


এই সপ্তাহে মসজিদে নববিতে জুমার নামাজ পড়িয়েছেন শায়খ সালাহ আল বুদাইর। তিনি সুললিত কোরআন তিলাওয়াতের জন্য বেশ জনপ্রিয়। আলেম ও দাঈ হিসেবেও তার পরিচিতি রয়েছে।

সালাহ আল বুদাইরের জন্ম সৌদি আরবের হাফুফ শহরে। ১৯৮৫ সালে হাই স্কুলের ছাত্র অবস্থায়ই তিনি নামাজের ইমামতি শুরু করেন। তিনি মোহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক করেন এবং ইসলামি আইনে বিশেষজ্ঞতা অর্জন করেন।

বর্তমানে শায়খ সালাহ মসজিদে নববির ইমাম এবং মদিনার হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।


সম্পর্কিত খবর