বিনোদন

মেসিকাণ্ডে নায়িকার পাশে দাঁড়ালেন অভিনেত্রী

নিউজ ডেস্ক

শেয়ারঃ

মেসিকাণ্ডে নায়িকার পাশে দাঁড়ালেন অভিনেত্রী

ছবি : সংগৃহীত

ভারতের কলকাতার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে হওয়া বিশৃঙ্খলার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন।


সে দিন মাঠে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ওই ঘটনার পরে নায়িকাকে বার বার আক্রমণ করা হয়েছে। এ বার শুভশ্রীর পাশে দাঁড়ালেন তৃণমূলের সংসদ সদস্য অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।


যুবভারতীর মাঠে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে শুভশ্রীকেও নানা কটু মন্তব্য শুনতে হয়েছে। শেষে বাধ্য হয়ে অভিনেত্রীর হয়ে মুখ খোলেন তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। তাদের সন্তানদেরও আক্রমণ করা হচ্ছিল বলে জানিয়েছিলেন নায়িকা স্বয়ং। এ বার এই ঘটনায় কী বললেন রচনা?


তিনি বলেন, শুভশ্রী শিল্পী মানুষ। তাকে ডাকা হয়েছিল বলে গিয়েছে। ও তো নিজের থেকে লাফিয়ে লাফিয়ে চলে যায়নি। এই ঘটনায় অকারণে শুভশ্রীকে বলির পাঁঠা করা হচ্ছে। ও এখানে কী করবে বলুন? শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে তাই সেখানে তিনি গিয়েছেন।


মেসির সঙ্গে দেখা করার কি ইচ্ছা ছিল রচনারও? তিনি স্পষ্ট জানিয়েছেন, কাতার বিশ্বকাপে মেসির ফুটবল খেলা তিনি দেখে এসেছেন। সুতরাং, তার আর এ রকম কোনো ইচ্ছা ছিল না। তবে তার খারাপ লাগছে, যারা প্রথম বার মেসিকে স্বচক্ষে দেখবেন বলে আশা করেছিলেন, সেই আশা পূরণ হল না। তা ভেবে তিনি দুঃখিত।



সম্পর্কিত খবর