রাজনীতি

গণতান্ত্রিক কমিশন চাই, কোনো দল বা ফ্যামিলির নয়: নাসিরুদ্দীন পাটওয়ারী

এনএনবিডি ডেস্ক

শেয়ারঃ

main

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দল বা পরিবারের প্রভাববলয়ে থাকা নির্বাচন কমিশনকে দেখতে চাই না। কমিশনকে জনগণের জন্য স্বাধীন ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে রাখতে হবে।


রোববার (১৯ অক্টোবর) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন। এ সময় দলের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।


দলের প্রতীকসহ বিভিন্ন বিষয়ে পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনে আসতে আসতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ১৫ বছর ধরে কমিশন নিজেদের মতো সাজিয়ে রেখেছিল এবং তারা যে ‘গণিমতের মাল’ রেখে গিয়েছিল তা এখন বিএনপি, জামায়াত ও উপদেষ্টারা ভাগ করে নিয়েছে। সেনাবাহিনীও তার অংশ নিয়েছে। আমরা চাই কমিশন হোক জনগণের প্রতিষ্ঠান, কোনো দল বা সংস্থার গনিমতের মাল নয়। রুলস রেগুলেশনের মধ্যে এটি ফিরিয়ে আনতে হবে।


তিনি আরও বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে কলঙ্কিত করার প্রচেষ্টা চালানোদের আদালতের পর্যবেক্ষণে আনা হয়েছে এবং তাদের গৃহবন্দি করা হয়েছে। গত ১৫ বছরে যারা নির্বাচন কারচুপি ও কমিশনের ধ্বংসে ভূমিকা রেখেছেন যেমন: জিয়াউল আহসান, তাদের বিচারের আওতায় আনা প্রয়োজন। আমাদের প্রশ্নের জবাবে নতুন কোনো রিক্রুটমেন্ট হয়নি, ফলে কেবল ইন্টারচেঞ্জ হয়েছে। কমিশন এখনও আগের পরিস্থিতিতেই রয়েছে। আমরা এসব বিষয় কমিশনের নজরে এনেছি।


এই এনসিপি নেতা বলেন, গণতান্ত্রিক যাত্রায় আমরা নির্বাচন কমিশনকে কোনো নির্দিষ্ট ধর্মের কাছে দিতে চাই না। কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না। কিংবা কোনো ফ্যামিলির কাছেও আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না। আমরা চাই নির্বাচন কমিশনটা জনগণের হবে। এজন্য আমরা জুতোর তলা ক্ষয় করে হলেও বারবার এই নির্বাচন কমিশনের কাছে আসি। আপনাদের সামনে দাঁড়াই। আমরা বলেছি যে নির্বাচন কমিশনকে স্বাধীন করুন। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে রাখুন। আপনারা জিয়া ফ্যামিলি না, মুজিব ফ্যামিলি না, রহমান ফ্যামিলি না, কোনো নির্দিষ্ট ধর্ম না।


সম্পর্কিত খবর