ধর্ম

ফজরের আলোয় ফিরে আসুক মুমিনের নতুন জীবন

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

ফজরের আলোয় ফিরে আসুক মুমিনের নতুন জীবন

ছবি : সংগৃহীত

ফজর শুধু দিনের প্রথম নামাজ নয়; এটি অন্ধকারের বুক চিরে আলোর আগমনের ঘোষণা। রাতের নিস্তব্ধতা ভেঙে যখন আজানের ধ্বনি ভেসে আসে, তখন আল্লাহ যেন বান্দাকে ডেকে বলেন— ‘হে আমার বান্দা, হতাশ হয়ো না; ভোর এসেছে।’


ফজরের নামাজ আদায় করা মানে কেবল ঘুম ত্যাগ করা নয়। এটি নিজের ভেতরের অলসতা, হতাশা আর অন্ধকারকে পেছনে ফেলে আল্লাহর নূরের পথে নতুন যাত্রা শুরু করা। যে বান্দা ফজরের জন্য ঘুম থেকে ওঠে, সে প্রমাণ করে— তার কাছে আল্লাহর ডাক দুনিয়ার আরাম থেকেও প্রিয়।


ফজরের সেজদা— আকাশের দরজা খোলা থাকে


ফজরের সেজদায় যে চোখ ভিজে যায়, সে চোখ আল্লাহর কাছে কখনো তুচ্ছ নয়। হয়তো সে তখন দুনিয়ার কোনো কষ্ট বলছে না, কিন্তু আল্লাহ জানেন— এই নীরব কান্নাই একদিন সুখের তকদিরে পরিণত হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—


مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ

‘যে ব্যক্তি দুই শীতের (ফজর ও আসরের) নামাজ আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (বুখারি ৫৭৪)

ফজর—হেফাজতের প্রতিশ্রুতি

ফজরের নামাজ আদায়কারী বান্দা আল্লাহর বিশেষ নিরাপত্তায় থাকে। এ নিরাপত্তা শুধু দেহের নয়— এটি ইমানের, অন্তরের ও পথচলার নিরাপত্তা।


কুরআনের সাক্ষ্য: ফজরের মাহাত্ম্য


ফজরের নামাজে ফেরেশতারা উপস্থিত থাকেন, এই নামাজের সাক্ষী হন আসমান ও জমিন। আল্লাহ তাআলা বলেন—


وَ قُرۡاٰنَ الۡفَجۡرِ ؕ اِنَّ قُرۡاٰنَ الۡفَجۡرِ كَانَ مَشۡهُوۡدًا

‘আর ফজরের কুরআন (নামাজ); নিশ্চয় ফজরের কুরআন (ফেরেশতাদের) উপস্থিতির সময়।’ (সুরা আল-ইসরা: আয়াত ৭৮)


ফজরের আলোয় নতুন জীবন


আজ হয়তো জীবন ক্লান্ত, মন ভারী, পথ অস্পষ্ট— কিন্তু ফজরের আজান মনে করিয়ে দেয়, অন্ধকার কখনো চিরস্থায়ী নয়। ফজরের সেজদায় যে কাঁদে, আল্লাহ তার ভাগ্যে সুখ লিখে দেন— হয়তো আজ নয়, কিন্তু ঠিক সময়েই। ইনশাআল্লাহ।

হে আল্লাহ, আমাদের ফজরের ডাক শোনার তাওফিক দিন, ফজরের সেজদায় চোখ ভেজানোর সৌভাগ্য দিন, আর আমাদের জীবনকে নূরের পথে পরিচালিত করুন। আমিন।



সম্পর্কিত খবর