অর্থনীতি

বছরের প্রথম তিন দিনে ৩৫১৩ কোটি টাকা পাঠালেন প্রবাসীরা

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

বছরের প্রথম তিন দিনে ৩৫১৩ কোটি টাকা পাঠালেন প্রবাসীরা

ছবি : সংগৃহীত

চলতি জানুয়ারির প্রথম তিন দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ তিন হাজার ৫১৩ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।


রোববার (৪ জানুয়ারি) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।


আরিফ হোসেন খান জানান, গত বছরের জানুয়ারি প্রথম তিনদিনে প্রবাসী আয় এসেছিল ২১ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৭ দশমিক ১০ শতাংশ।


অন্যদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৩ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৬৫৫ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এই আয় ছিল এক হাজার ৩৯৮ কোটি ৭০ লাখ ডলার।



সম্পর্কিত খবর