জাতীয়
‘১৭ বছর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করা হয়েছে’

সংগৃহীত
Sমিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশে উন্নয়নের কথা বলে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করা হয়েছে। এখন গ্রামে গঞ্জে গেলে সাধারণ মানুষ বলে আমাদের রাস্তাটি সংস্কার করে দেন। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন করা হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মঘাদিয়া ইউনিয়নের আবুতোরাব বাজারে গণসংযোগ পরবর্তী পথসভায় এসব কথা বলেন।
এসময় তিনি মিয়াপাড়া, মজুমদারহাট বাজারে ও সাধুরবাজারে গণসংযোগ করেন তিনি। এসময় তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট নিয়ে শাহীদুল ইসলাম চৌধুরী ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেন।
জেলেদের জিম্মি করে চাঁদা নেওয়ার অভিযোগ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন দেশের উন্নয়নের জন্য। তাই আমাদের প্রতীক ধানের শীষ। ধানের শীষ উন্নয়নে প্রতীক।
গণসংযোগে উপস্থিত সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হারুন, সাহেরখালী ইউনিয়ন বিএনপি নেতা শহীদুল ইসলাম, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, আনোয়ার, মঘাদিয়া শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ, বিএনপি নেতা জসিম, কামাল, নুর আলম বাক্কু, কামাল, মনসুর, জাসাস মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন বাবু, উপজেলা যুবদলের নেতা দিনাস, জাসাস ইউনিয়ন এর সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জনি, সহ সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফর, সি. সহ সভাপতি বাবুল, সাহেরখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক জাহিদ, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আরিফ, উপজেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন, সাজ্জাদ হৃদয়, যুবদল নেতা, মান্নান, সোলেমান, রাসেল, শরীফ, ফারুক, ছাত্রদল নেতা মহিন,রাজিব, ইমন, সাগরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।