আন্তর্জাতিক
যুদ্ধ চললেও গাজায় যুদ্ধবিরতি বহাল থাকবে: ট্রাম্প

সংগৃহীত
ইসরায়েল ও হামাসের পাল্টা-পাল্টি অভিযোগের পর গাজায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে৷ তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধ চললেও যুদ্ধবিরতি বহাল থাকবে৷
রোববার (১৯ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
হামলা-পাল্টা হামলায় দু পক্ষে হতাহতের বিষয়টি উল্লেখ করে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘যুদ্ধবিরতি কি কার্যকর আছে?’ জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ, আছে৷’
ট্রাম্প জানান, তিনি মনে করেন, হামাসের নেতৃত্ব কোনো চুক্তি লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়, বরং ‘কিছু বিদ্রোহী’ এর সঙ্গে জড়িত।
যুদ্ধ চললেও যুদ্ধবিরতি কার্যকর থাকবে– এমন মন্তব্য করে তিনি আরও বলেন, ‘যা-ই হোক না কেন, পুরো বিষয়টি খুব কঠোর এবং ঠিকভাবে দেখভাল করা হবে৷’
এদিকে যুদ্ধবিরতি যথাযথভাবে কার্যকর করতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা (কন্যা ইভাঙ্কা ট্রাম্পের স্বামী) এবং উপদেষ্টা জ্যারেড কুশনার ইসরায়েলে পৌঁছেছেন৷
ইসরায়েলে যাওয়ার আগে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কুশনার বলেন, ‘ইসরায়েলের নেতৃত্বকে আমরা সবচেয়ে বড় যে বার্তাটি দিতে চাই, তা হলো, যুদ্ধ শেষ, এ অবস্থায় যদি বৃহত্তর মধ্যপ্রাচ্যের সঙ্গে একীভূত হতে চান, তাহলে ফিলিস্তিনি জনগণের উন্নতি এবং তাদের ভালো রাখার উপায় আপনাদের বের করতে হবে৷’
এরআগে রোববার গাজার খান ইউনিস, নুসাইরাত, রাফাহ ও আল-জাওয়াইদা এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব হামলায় বহু মানুষ নিহত হন। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। আহতদের নাসের হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও সব ত্রাণবাহী গাড়ির গাজায় প্রবেশও বন্ধ করে দেয় দখলদার বাহিনী৷
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের সৈন্যদের লক্ষ্য করে রোববার রাফায় একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও গুলি চালিয়েছে হামাস। এ ঘটনায় তাদের দু'জন সৈন্য নিহত হয়েছেন বলেও দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।
তবে হামাস দাবি করেছে, তারা কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করেনি, বরং যুদ্ধবিরতির বাস্তবায়নে এখনো প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ইসরায়েল চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তাদের।
অন্যদিকে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে ১৯ অক্টোবর রোববার পর্যন্ত গত ৯ দিনে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৯৭ জন নিহত এবং আরও কমপক্ষে ২৩০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে দুই বছরের যুদ্ধের অবসান ঘটে।
সূত্র: বিবিসি