খেলাধুলা
‘বিশ্বকাপে ভেন্যু অনিশ্চিত, প্রস্তুতিতে প্রভাব পড়বে না’

ছবি : সংগৃহীত
ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আলোচনা চলমান। এখনো চূড়ান্ত হয়নি, বিশ্বকাপে বাংলাদেশের খেলা কোথায় হবে।
আইসিসি ও বিসিবি দুই পক্ষের মাঝে আলোচনাতে আসেনি সমাধান। যদিও এমন পরিস্থিতি টাইগার ক্রিকেটারদের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় বাধা হবে না বলেই মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মঙ্গলবার বলেন, ‘প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আমাদের কাজ ক্রিকেট খেলা। যেটাই হোক তা তো আর খেলোয়াড়দের হাতে নেই। তাদের কাজ শুধু চিন্তা করা আমরা যখন খেলবো তখন শুধু ক্রিকেট নিয়ে চিন্তা করবো এবং সেটাতেই ভালো করার চেষ্টা করবো।’
সুমন বলেন, ‘ছয় মাস ধরে তো টিম হিসেবেই খেলছি। দলটা তো এমন না নতুন হয়ে গেছে। আমরা আমাদের ক্রিকেটটা এখন ভালো বুঝছি। কন ফরম্যাটে হলে সাকসেস পাওয়া যায় কিংবা আমাদের ব্র্যান্ড অব ক্রিকেটটা টি-টোয়েন্টিতে কি হবে সেটা মনে হয় দলটা ধরতে পেরেছে। এটা অবশ্যই এমন কিছু না যেটা আমরা প্রত্যাশা করি। যখন আমরা বিশ্বকাপে যাবো তখন এ জিনিসটা মাথায় থাকা উচিত না।’
হাবিবুল বাশার সুমন আস্থা রাখছেন বিসিবির নেতৃত্বে। সব জটিলতা কাটিয়ে বিশ্বকাপে ভালোভাবেই অংশ নেবে লিটন দাসের দল।







