খেলাধুলা

বিপিএলের নতুন সূচিতে কোন ম্যাচ কখন

ক্রীড়া প্রতিবেদক

শেয়ারঃ

বিপিএলের নতুন সূচিতে কোন ম্যাচ কখন

ছবি : সংগৃহীত

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্যের কারণে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচই বয়কট করে ক্রিকেটাররা।


খেলা একদিন বন্ধ থাকায় বিপিএলের সূচিতে পরিবর্তন এসেছে। বৃহস্পতিবারের খেলা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান।


গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানসের ম্যাচ হওয়ার কথা ছিল।


ম্যাচ দুটি শুক্রবার দুপুর দুইটা ও সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে। শুক্রবারে পূর্ব নির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার। শনিবারের ম্যাচগুলো হবে ১৮ জানুয়ারি।


এছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ আগামী ১৯ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই রাখা হয়েছে।



সম্পর্কিত খবর