রাজনীতি

জামায়াতের জোটে থাকছে না চরমোনাইয়ের দল, এককভাবে নির্বাচনের ঘোষণা

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

জামায়াতের জোটে থাকছে না চরমোনাইয়ের দল, এককভাবে নির্বাচনের ঘোষণা

ছবি : সংগৃহীত

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হল। আসন বন্টন নিয়ে সন্তুষ্ট না হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে থাকছে না চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। তারা এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে।


আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এই ঘোষণা দেন দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আর নেই। সারা দেশে এককভাবে নির্বাচন করবে তার দল। তিনি জানান, ইসলামী আন্দোলনের যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা কেউ নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। আমরা এককভাবেই নির্বাচন করব।


তিনি আরও জানান, সারা দেশে তার দলের পক্ষ থেকে ২৭০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল, তাদের মধ্যে দুজনের প্রার্থীতা বাতিল হওয়ায় বাকী ২৬৮ প্রাথী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রাখবেন।


গাজী আতাউর রহমান অভিযোগ করেন, জামায়াত তার আদর্শ থেকে বিচ্যূত হয়েছে, তাই আমরা তাদের সাথে নেই।



সম্পর্কিত খবর