প্রবাস

লন্ডনে সাহিত্যনুরাগীদের মিলনমেলায় ম্যাগাজিন ও কাব্যসংকলনের পাঠ উন্মোচন

নিউজ ডেস্ক

শেয়ারঃ

main

সংগৃহীত

মুহাম্মদ শাহেদ রাহমান সম্পাদিত ‘আজকের শতাব্দী’ ম্যাগাজিনের ডক্টর আনসার আহমেদ উল্লাহ বিশেষ সংখ্যা এবং কাব্যসংকলন — ‘বিলেতে কবিতা লিখার আগে’ প্রকাশিত হওয়ায় বিশেষ অনুষ্ঠান পাঠ উন্মোচন, লেখক-শুভার্থীর কথা শীর্ষক প্রীতি সভা পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এবং ব্রিটিশ বাংলা প্রগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পূর্ব লন্ডনের পিউর চা-ই ক্যাফের সেমিনার রুমে এ দুটি প্রকাশনাকে উপলক্ষ্য করে ব্রিটিশ-বাংলাদেশি সাহিত্যানুরাগী, শিল্পী, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতি কর্মীদের মিলনমেলা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বরো অব ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মুহাম্মদ ইসলাম। সভাপতিত্ব করেন ব্রিটিশ বাংলা প্রগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট অধ্যাপক মো. সাজিদুর রহমান।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘আজকের শতাব্দী’ ম্যাগাজিনের সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি এবং ব্রিটিশ বাংলা প্রগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব কবি মিজানুর রহমান মীরু।


‘আজকের শতাব্দী’ ম্যাগাজিনের ডক্টর আনসার আহমেদ উল্লাহ বিশেষ সংখ্যা এবং প্রকাশিত কাব্য সংকলন ‘বিলেতে কবিতা লিখার আগে’ গ্রন্থটির প্রধান অতিথি উপস্থিত লেখক, শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আনুষ্ঠানিক পাঠ উন্মোচন করেন।

পরে লেখক-শুভার্থীদের মধ্যে বক্তব্য দেন সাবেক স্পিকার আহবাব হোসেইন, জনপ্রিয় অভিনেতা ও লেখক স্বাধীন খসরু, প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, কবি হামিদ মোহাম্মদ, বিশিষ্ট ছড়াকার দিলু নাসের, কবি মাশূক ইবনে আনিস, কবি মজিবুল হক মনি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল মালিক খোকন, সাংবাদিক সাঈম চৌধুরী, সাংবাদিক জুয়েল রাজ, সৈয়দা নাজনীন সুলতানা (শিখা), আমিনা আলী, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সেক্রেটারি এটিএম মনিরুজ্জামান, বর্তমান সহ-সভাপতি জামাল খান, জুবায়ের আহমেদ, সাবেক ট্রেজারার এস কে এম আশরাফুল হুদা, মুহাম্মদ সালেহ আহমেদ, বর্তমান ট্রেজারার ড. আজিজুল আম্বিয়া, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার কবি হাফসা নূর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মির্জা আবুল কাসেম, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি এ রহমান অলি, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি এমডি সুয়েজ মিয়া, কবি ফয়জুর রহমান ফয়েজ, এনএল২৪’র উপস্থাপক নূরুন্নবী আলী, আলোকচিত্র শিল্পী নাহিদ জায়গীরদার ও শামীম আশরাফ প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন— কবি ইমদাদুন খান, কবি আসমা মতিন, কবি ফায়সাল আইয়ুব ও আবৃত্তিশিল্পী ফাহমিদা দীপা।


সম্পর্কিত খবর