প্রবাস
দ. কোরিয়ায় শারদীয় দুর্গোৎসব পুনর্মিলনিতে রাষ্ট্রদূতের যোগদান

সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল সেখানের একটি শারদীয় দুর্গোৎসব পুনর্মিলনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন।
শনিবার (৪ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূত কোরিয়ার সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশিদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
বাংলাদেশকে শান্তি ও সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে তিনি সারা বাংলাদেশে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের বিষয়টিও তুলে ধরেন তিনি।
তৌফিক ইসলাম বলেন, দক্ষিণ কোরিয়াতে প্রবাসী বাংলাদেশিদের দেশের বিভিন্ন ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের বিষয়টি তিনি প্রশংসা করেন। কারণ এর মাধ্যমে প্রবাসীদের মাঝে পারস্পরিক সহমর্মিতা এবং সহযোগিতা আরো বাড়বে বলে আশা করা যায়।
সিউল বাংলাদেশ দূতাবাসে সব বাংলাদেশিদের কল্যাণে নিরলস কাজ করছে উল্লেখ করে তিনি কনসুলার বা কল্যাণ সংক্রান্ত যেকোনো সমস্যার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার জন্য নির্দ্বিধায় দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য সবাইকে আহ্বান জানান।