রাজনীতি

যে কারণে জামায়াত প্রার্থী শাহাজাহানকে দ্বিতীয়বার শোকজ

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

যে কারণে জামায়াত প্রার্থী শাহাজাহানকে দ্বিতীয়বার শোকজ

ছবি : সংগৃহীত

ফেসবুকে সমর্থকের ভোট চাওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহাজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে। এর আগে আরও একবার শোকজ করা হয় তাকে।


বুধবার (১৪ জানুয়ারি) আসনটির দায়িত্বপ্রাপ্ত ইলেক্ট্রোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ (যুগ্ম জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম) নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ শোকজ করেন।


আগামী ১৯ জানুয়ারি দুপুর ১২টা ১৫ মিনিটে চট্টগ্রাম-১৫ আসনের ইলেক্ট্রোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে জামায়াতের প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।


শোকজ নোটিশ সূত্রে জানা যায়, সম্প্রতি লোহাগাড়া উপজেলার দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম তার ফেসবুক আইডি থেকে ‘রেমিট্যান্স যোদ্ধাদের প্রথম ভোট দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে হোক’ লিখে পোস্ট দিয়ে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন । যেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।


নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই এ ধরনের নির্বাচনি বক্তব্য দেওয়া এবং নির্দিষ্ট প্রতীকে ভোট প্রার্থনা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ৩ ও ১৮ বিধি পরিপন্থি এবং নির্বাচনি আচরণ বিধির লঙ্ঘন।


সম্প্রতি এ ঘটনার একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম বলেন, আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আবার তা ডিলেট করে দিয়েছি।


এর আগে, একটি প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনার অভিযোগে তাকে শোকজ করা হয়।


সম্পর্কিত খবর